স্বার্থপর বন্ধু

হরিণ বলল,“আমি দুঃখিত! আমি অনেক ক্ষুধার্ত
এবং কান্ত। আমার এখন খাবার খুজতে হবে। তুমি বানর এর কাছে যেয়ে সাহায্য
চাও। হতাশ খরগোশ তার বন্ধু বানর, হাতি, ছাগল এবংঅন্যান্য সকল বন্ধুর কাছে
গিয়েছিল। খরগোশ খুবই কষ্ট পেল কারণ তার কোনো বন্ধুই তাকে সাহায্য করতে
তৈরী ছিল না। খরগোশ বুঝতে পারলো যে তাকে নিজেকেই এই
ফাদঁ থেকে হবার পথ বের করতে হবে। সে একটা ঝোপের মধ্যে লুকিয়ে থাকলো।
খরগোশটা মাটির সাথে মিশে শুয়ে ছিল। বন্য কুকুররা তাকে আর খুজে পেলনা।
খরগোশটাকে না পেয়ে অন্য প্রাণী ধরতে চলে গেল কুকুরগুলো। খরগোশ উপলদ্ধি করতে পারলো যে তাকে শিখতে
হবে কিভাবে মৃত্যুর হাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখা যায়, অন্য স্বার্থপর
বন্ধুদের উপর ভরসা না করে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন